Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফির সহযোগিতায় নড়াইলে ছাত্রলীগ দেবে বিনামূল্যে অক্সিজেন সেবা

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২১ ২৩:৪৯

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা ছাত্রলীগ বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১টায় নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তৃতায় ছাত্রলীগ সভাপতি জয় বলেন, ‘দেশে করোনা মহামারির শুরু থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সবার আগে এগিয়ে এসেছে। যে কার্যক্রম এখনো অব্যাহত আছে।’ এসময় তিনি তারুণ্যের আইকন মাশরাফি বিন মোর্ত্তজার জেলা নড়াইলের ছাত্রলীগের নেতাদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা ও টিকা কেন্দ্রে আগত ব্যক্তিদের সহযোগিতার উদ্যোগকে সাধুবাদ জানান।

প্রধান বক্তার বক্তব্যে লেখক ভট্টাচার্য বলেন, “আগামী ৮ আগস্ট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ চালু করতে যাচ্ছে।”

উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ায় করোনা আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন সেবা দিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নড়াইল জেলা ছাত্রলীগ এই অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেবা চালু করেছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা জেলা ছাত্রলীগের অক্সিজেন সেবা কার্যক্রমে অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, আক্রান্ত রোগীদের পক্ষ থেকে হটলাইনে যোগাযোগ করলে জেলা ছাত্রলীগের কর্মীরা রোগীদের সিলিন্ডার পৌঁছে দিবে।

এছাড়া, করোনা ভাইরাসের টিকা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা, অসুস্থ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের টিকা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও টিকা কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা গ্রহণে জনসাধারণকে উৎসাহিত করতে নড়াইল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করবে। ইতোমধ্যে এলক্ষে প্রতিটি ইউনিয়নে পৃথক কমিটি গঠন করা হয়েছে বলে জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে।

বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন ও শহীদ শেখ কামালের জন্মদিনের আলোচনা সভার সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

বক্তব্যের শুরুতে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাশরাফি বলেন, ‘মনে রাখতে হবে, আমরা বৈশ্বিক সংকটময় একটি সময় অতিবাহিত করছি। এই সময়ে নিজের পাশাপাশি আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের এলাকার সবার খবর রাখতে হবে। নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে হবে।’ এসময় তিনি শহীদ শেখ কামালের জীবনী থেকে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সঞ্চালনা করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ।

সারাবাংলা/এনআর/এসএ/এমও

অক্সিজেন সেবা ছাত্রলীগ মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর