Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিন নিয়ে ছলচাতুরী কোনোভাবেই মেনে নেওয়া যায় না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২১ ২৩:০৪

ঢাকা: নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদর রহমান মান্না বলেছেন, সোয়া কোটি ভ্যাকসিনের মজুদ নিয়ে গণটিকা কার্যক্রমের ঘোষণা দিয়ে সরকার আরেকবার দেশের জনগণের সসঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। এই পরিমাণ মজুদ নিয়ে ১৮ ঊর্ধ্ব সবাইকে টিকা দেওয়ার ঘোষণা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়। আর বার বার সিদ্ধান্ত পরিবর্তন জনগণকে বিভ্রান্ত করছে এবং করোনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যে ভ্যাকসিনের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন, সেই ভ্যাকসিন নিয়ে ছলচাতুরী কোনভাবেই মেনে নেয়া যায় না। বৃহস্পতিবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাহামুদুর রহমান মান্না বলেন, ‘সরকার ৭ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়ে তা আবার প্রত্যাহার করেছে। তারা বলছে ১৪ তারিখ থেকে এই কার্যক্রম শুরু করবে। কিন্তু ভ্যাকসিনের মজুদ আছে মাত্র সোয়া কোটি। যারা ইতোমধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি, তাদেরকেও এই মজুদ থেকেই দ্বিতীয় ডোজ দিতে হবে। তারা ঘোষণা করেছিল ১০ আগস্টের পর লকডাউন শিথিল হলে ১৮ ঊর্ধ্ব সবাইকে ভ্যাকসিন নিয়ে ঘরের বাইরে বের হতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোয়া কোটি ভ্যাকসিনের মজুদ নিয়ে দেশের ১০ কোটিরও বেশি মানুষের ওপর বর্তায় এমন অমূলক ঘোষণা সত্যিই হাস্যকর, জনগণের সঙ্গে নিছক প্রতারণা এবং ভ্যাকসিন নিশ্চিত করতে নিজেদের ব্যর্থতা আড়ালের চেষ্টা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দেশে প্রায় এক মাস ধরে লকডাউন চলছে। কিন্তু সংক্রমণ এবং মৃত্যু হার কমেনি, বরং বেড়েছে। আমরা আগেই বলেছিলাম, নিম্ন আয়ের মানুষের খাবারের ব্যবস্থা না করে এই লকডাউন কোনভাবেই কার্যকর করা সম্ভব হবে না। এই লকডাউনের মধ্যে সরকার চূড়ান্তরকম অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতার পরিচয় দিয়েছে। কঠোর লকডাউনের মধ্যে হঠাৎ করে গণপরিবহন বন্ধ রেখে শিল্প-কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আবার কয়েক ঘণ্টার জন্য গণপরিবহন খোলার ঘোষণা দিয়েছে। এই সব অব্যবস্থাপনার কারণে সংক্রমণ আরো ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। এই লকডাউনে সরকার দেশের নিম্ন আয়ের মানুষ এবং শ্রমিকদের প্রতি যে অমানবিক আচরণ করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লকডাউন কার্যকর না হওয়া এবং সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে সরকারের এই সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতা এবং অব্যবস্থাপনাই দায়ী।

মান্না বলেন, এই সরকার করোনা মোকাবিলায় শুরু থেকেই আন্তরিক ছিল না। এখনও তারা আমাদের কথা শুনবে না। তাই জনগণের কাছে আহ্বান, আপনারা স্ব স্ব এলাকায় ভ্যাকসিন কমিটি গঠন করুন এবং নিজেদের এলাকার জনগণের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করার চেষ্টা করুন। সরকারি দায়িত্বশীলদের কাছে তথ্য চান, যাচাই করুন। কারণ এই করোনা সংকট মোকাবিলার একমাত্র পথ ভ্যাকসিন। ভ্যাকসিন নিশ্চিত করতে পারলেই কেবলমাত্র আমরা করোনা সংকটকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরতে পারব।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর