Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সমন্বয় দায়িত্বে মন্ত্রিপরিষদ বিভাগের ৬৮ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২১ ২১:৫৪

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ এবং এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় জনস্বার্থে জরুরি প্রয়োজনে আগামী ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ রাখতে মন্ত্রিপরিষদ বিভাগের ৬৮ কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

উপসচিব মুহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ এবং এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় জনস্বার্থে জরুরি প্রয়োজনে আগামী ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও মাঠ প্রশাসনের সঙ্গে সংযোগ সাধনের জন্য প্রশাসন ও বিধি, মন্ত্রিসভা ও রিপোর্ট, কমিটি ও অর্থনৈতিক এবং জেলা মাঠ প্রশাসন অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদেকে নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা অফিসে উপস্থিত থেকে এ দায়িত্ব পালন করবেন।’

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রয়োজনে যে কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে আসতে হবে বলেও আদেশে বলা হয়।

সারাবাংলা/জেআর/একে

করোনা করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

দেশে এইচএমপিভি শনাক্ত
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৯

রঙ্গ ভরা বিপিএল
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৫

আরো

সম্পর্কিত খবর