Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ কামাল হত্যা অপূরণীয় ক্ষতি: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২১ ২১:৩৫

ফাইল ছবি

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু পুত্র শেখ কামালকে হত্যা করার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গন-সাংস্কৃতিক অঙ্গণসহ দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। অহমিকাহীন এ মানুষটিকে দেখে কেউ বলতে পারতো না তিনি জাতির পিতার পুত্র কিম্বা দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পুত্র।

বৃহস্পতিবার (৫ আগস্ট) নিজের সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর শহীদ জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘নির্লোভ, নিরহংকার শেখ কামালকে হত্যাকারী খুনি চক্রের প্রতি আমি ধিক্কার জানাই।’

বিজ্ঞাপন

শহীদ শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে শহীদ হওয়া পরিবারের সদস্য শেখ কামাল ছিলেন একাধারে ক্রীড়াবিদ ও অন্যদিকে সংস্কৃতিকর্মী। তিনি ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন। আবাহনী ক্রীড়াচক্র সংগঠিত করে বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তন করেছিলেন তিনি। একইসঙ্গে তিনি অভিনয় করতেন, সেতার বাজাতেন, গান গাইতেন। এমন বহুগুণে গুনান্বিত ছিলেন শহীদ শেখ কামাল। আজ তার জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

সারাবাংলা/জেআর/এমও

তথ্যমন্ত্রী শেখ কামাল শেখ কামাল হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর