Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসুরহাটে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২১ ২০:০৩

নোয়াখালী: জেলার কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বসুরহাট পৌরসভা ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিস্ত্রী বাড়িতে ঘটনা এ ঘটে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

গুলিবিদ্ধ করিমউদ্দিন শাকিল (২৪) বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সদস্য এবং বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিম জানান, শাকিলের দুই পায়ে গুলির স্প্রিন্টারের আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কি নিয়ে সংঘর্ষ তা এখনও জানা যায়নি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এমও

গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী বসুরহাট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর