আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না
৫ আগস্ট ২০২১ ১৯:১৭
ঢাকা: অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) তার সরকারি বাসভবন থেকে বঙ্গবন্ধুর শহীদ জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেওয়ার পর মন্ত্রী সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
সম্প্রতি একাধিক চলচ্চিত্র অভিনেত্রী-মডেল গ্রেফতার হওয়া নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিনয়-মডেলিং এগুলো শিল্প-সংস্কৃতিরই অংশ। যারা এগুলোর চর্চা করেন তারা এই অঙ্গনকে সমৃদ্ধ করার পাশাপাশি জীবিকাও নির্বাহ করে থাকেন।
কিন্তু, এর আড়ালে কেউ যদি অবৈধ-অনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকেন। তিনি যেই হোন, সেই দায় তো তার নিজেকেই নিতে হবে, বলেন মন্ত্রী।
এরকম গ্রেফতারের ঘটনা দেশের শিল্পাঙ্গণে কোনো বিরূপ প্রভাব ফেলবে না উল্লেখ করে ড. হাছান বলেন, অনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত যে কারোর বিষয়ে সবসময়ই আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে। এতে পুরো অঙ্গনের ওপর কোনো প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না।
সারাবাংলা/জেআর/একেএম