Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল থেকে অপহৃত তরুণী গাজীপুরে উদ্ধার, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২১ ১৯:০২

বরিশাল: জেলার উজিরপুর থেকে এক তরুণীকে (১৬) অপহরণের ৩৮ দিন পর গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মিজান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান জানান, গত ২৮ জুন উজিরপুর উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম হাওলাদার স্থানীয় থানায় তার মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, একই এলাকার বাসিন্দা ময়না বেগম ও লিপি বেগমসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন পাচারের উদ্দেশে ওই তরুণীকে অপহরণ করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাত ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া গ্রাম থেকে ওই তরুণীকে উদ্ধার করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ। একইদিন রাত সাড়ে ১২টায় অপহরণে জড়িত থাকার অভিযোগে মো. মিজানকেও গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইকবাল হোসাইন জানান, জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে মিজানকে উজিরপুর থানায় ও তরুণীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এমও

অপহৃত তরুণী উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর