আন্তর্জাতিকমানের মুক্তিযুদ্ধ জাদুঘর হবে ‘এম ভি ইকরাম’
৪ আগস্ট ২০২১ ১৭:২০ | আপডেট: ৫ আগস্ট ২০২১ ১৭:২৩
ঢাকা: নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্যবহনকারী ‘এম ভি ইকরাম’ জাহাজকে আন্তর্জাতিকমানের মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার (৪ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এম ভি ইকরাম জাহাজ সংরক্ষণ ও জাদুঘর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের প্রতিটি স্মৃতিচিহ্ন সরকার সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে। এম ভি ইকরাম মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য বহন করে। পাকিস্তানি বাহিনীর এ জাহাজটি নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধারা অভিযান চালিয়ে ধ্বংস করেছিল। এ জাহাজটির ঐতিহাসিক গুরুত্ব অনেক।’
তিনি বলেন, ‘নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের দ্বারা সংঘটিত ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে। প্রজন্ম থেকে প্রজন্মে যা নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য বহন করবে।’
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘পাকিস্তানি বাহিনীর সমরাস্ত্র বোঝাই এ জাহাজটি আমাদের বীর মুক্তিযোদ্ধারা বিধ্বস্ত করে। রাষ্ট্রীয়ভাবে এটি সংরক্ষণ করা হবে। এমভি আকরামকে সংরক্ষণ করে আমরা এমন একটি জাদুঘর নির্মাণ করতে চাই, যেটি আগামী অন্তত শত বছর মানুষের দেখার আগ্রহ থাকে। মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার গত ১২ বছর ধরে কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলেই নদীর নীচে ডুবে থাকা জাহাজটি উদ্ধার করা হয়েছে এবং সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।’
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/একে