পিয়াসার সহযোগী জিসান ৪ ও মিশু ৯ দিনের রিমান্ডে
৫ আগস্ট ২০২১ ১৭:০৮ | আপডেট: ৫ আগস্ট ২০২১ ১৯:২০
ঢাকা: মডেল পিয়াসার দুই সহযোগী মিশু হাসান ও জিসানের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামনুর রশিদের আদালত আসামির মিশুর পৃথক তিন মামলায় ৯ দিন এবং জিসানের পৃথক দুই মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মিশুর বিরুদ্ধে অস্ত্র, পর্নগ্রাফি এবং মাদক আইনের মামলায় ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এবং জিসানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা এবং পর্নগ্রাফি আইনের মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন একই থানার আরেক তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে বিচারক মিশুর বিরুদ্ধে পর্নগ্রাফি মামলায় এক, অস্ত্র আইনে পাঁচ এবং মাদকদ্রব্য আইনে ৩ দিন করে মোট ৯ দিন এবং জিসানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় ৩ দিন, পর্নগ্রাফি মামলায় একদিন মোট ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ আগস্ট দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সারাবাংলা/এআই/একে