ইউপিতে ৭ আগস্ট ‘পাইলট রান’, নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ শুরু ১৪ আগস্ট
৫ আগস্ট ২০২১ ১৬:২০ | আপডেট: ৫ আগস্ট ২০২১ ১৬:৩৪
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে ৭ আগস্ট থেকে। তবে এদিন ইউনিয়ন পর্যায়ে পাইলট রান হিসেবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এর পর পর্যবেক্ষণের জন্য ৭ দিনের বিরতি দেওয়া হবে। আর নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে ১৪ আগস্ট থেকে। তবে এই বিরতিতে বর্তমানে দেশের যেসব স্থানে ভ্যাকসিন প্রয়োগ চলছে তা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
সারাবাংলাকে তিনি বলেন, ‘৭ তারিখ থেকে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এদিন ভ্যাকসিন প্রয়োগ করার পরে পর্যবেক্ষণের জন্য সাত দিনের একটা বিরতি দেওয়া হবে। ৭ তারিখ ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থাপনাতে কোনো ত্রুটি থাকছে কি না সেটাও পর্যবেক্ষণ করা হবে। তারপর ফের ১৪ তারিখ থেকে নিয়মিতভাবে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে। এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে অনেক টেকনিক্যাল বিষয় থাকে। ৭ তারিখ থেকে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন দেওয়ার পর পর্যবেক্ষণের সময় না রাখা হলে সেখানে ভুল ত্রুটিগুলো ফিক্স করার সময় পাওয়া যাবে না। তাই সেগুলো ফিক্স করে ১৪ আগস্ট থেকে নিয়মিতভাবে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।’
তবে এ সময়ে দেশে বর্তমানে যে ভ্যাকসিন প্রয়োগ চলছে তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসবি/পিটিএম