Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২৫০০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২১ ১৬:২১

ঢাকা: পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখীধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৫১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে একদিনে ডিএসইতে চতুর্থ সর্বোচ্চ আর্থিক লেনদেন।

এর আগে, ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইতে ৩ হাজার ২৪৯ কোটি টাকা শেয়ার কেনাবেচা হয়। যা পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ আর্থিক লেনদেন। এছাড়াও ২০১০ সালের ৭ ডিসেম্বর ২ হাজার ৭১০ কোটি টাকা এবং ২০২১ সালের ৫ জানুয়ারি ডিএসইতে ২ হাজার ৫৪৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।

বিজ্ঞাপন

এদিকে আর্থিক লেনদেনের পাশাপাশি ডিএসইতে সূচক ও বাজার মূলধন আবারও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে উঠে আসে। এটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স ইনডেক্সটি যাত্রা শুরু করার পর সর্বোচ্চ উচ্চতায় উন্নীত হয়েছে।

সূচকের পাশাপাশি ডিএসই‘র বাজার মূলধনেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দিনশেষে ডিএসইর বাজার মূলধন প্রথমবারের মতো ৫ কোটি ৪৪ লাখ ৩২৬ হাজার ১০ লাখ টাকায় উন্নীত হয়েছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ বাজার মূলধন।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৪টি কোম্পানির ৮৩ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৬৬৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ১০৩ টির এবং ২৯টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে উন্নীত হয়। ডিএসই শরিয়া সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২৯ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৮৫ পয়েন্টে উঠে আসে।

বিজ্ঞাপন

অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৫টি কোম্পানির ৩ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২০৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইতে ৮১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৮০ কোটি ১১ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৭৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৮৮ পয়েন্টে উন্নীত হয়।

সারাবাংলা/জিএস/এমও

২৫০০ কোটি ডিএসইতে লেনদেন সূচক ঊর্ধ্বমুখী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর