প্রযোজক রাজ র্যাবের হাতে আটক, বাসায় মিলেছে মাদক
৪ আগস্ট ২০২১ ২২:৫২ | আপডেট: ৫ আগস্ট ২০২১ ০৯:২৩
ঢাকা: নায়িকা পরীমনিকে ভয়ংকর মাদকসহ আটকের পর বনানীর ৭ নম্বর সড়কের ৪১ নম্বর বাসায় অভিযান চালিয়ে প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে রাজের বাসায় অভিযান শুরু করে র্যাব। এরপর রাত সাড়ে ১০টার দিকে রাজকে তার বাসা থেকে বের করা হয়।
র্যাবের গোয়েন্দারা জানিয়েছেন, বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে রাজকে আটক করা হয়েছে। এর মধ্যে ২০১৮ সালে বনানীতে একজন এসআই খুন হয়েছিলেন সেই মামলার আসামি রাজ।
রাজের বাসায় মাদক পাওয়া গেছে। একই ভবনে তার অফিস থেকে বিকৃত যৌনাচার সম্পর্কিত বিভিন্ন সিডি পাওয়া গেছে। মুনিয়ার মৃত্যুতেও তার রহস্যজনক ভুমিকা রয়েছে। তিনি মুনিয়াকে মিডিয়ায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন।
আরও পড়ুন: এবার প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযানে র্যাব
র্যাবের গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, অর্থপাচারের সঙ্গে জড়িত তিনি। র্যাবের হাতে গ্রেফতার হওয়া মিশু হাসান ও জিসানের সঙ্গেও নানা অপরাধের সঙ্গে জড়িত এই রাজ। উচ্চবিত্তদের অনেককে ব্ল্যাকমেইল করে রাজ অর্থ হাতিয়ে নিয়েছে।
র্যাব জানিয়েছে, রাজের অফিস থেকে একাধিক নারী পুরুষ একসঙ্গে সমন্বিত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। বিকৃত যৌনাচারের জন্য তার অফিসে বিশেষ বিছানাও ছিল।
রাজকে আটক করে র্যাব সদর দফতরে নেওয়া হয়েছে।
আরও পড়ুন-
- র্যাবের হাতে আটক পরীমনি
- পরীমনির বাসায় র্যাবের অভিযান চলছে
- পরীমনি আটক, নেওয়া হলো র্যাব সদর দফতরে
- পরীমনির বিষয়ে ‘সুনির্দিষ্ট’ অভিযোগ রয়েছে: র্যাব
সারাবাংলা/ইউজে/একে