Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কার্যকারিতা দেখে তারপর ভ্যাকসিন দেওয়া হবে প্রসূতিদের’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২১ ২২:৩৯ | আপডেট: ৫ আগস্ট ২০২১ ০৯:২০

ফাইল ছবি

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকারিতা যাচাই করে তারপর প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ভ্যাকসিন দেওয়া হবে। ফলে ৭ আগস্ট থেকে জাতীয় পর্যায়ে শুরু হওয়া ভ্যাকসিনেশন কার্যক্রমে তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না।

বুধবার (৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদফতরে এসে পৌঁছেছে। এটি নিয়ে আমরা কাজ করছি। তাদের দ্রুত ভ্যাকসিন দেওয়া হবে। ৭ আগস্ট থেকে প্রসূতি ও দুগ্ধদানকারীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। তাদের জন্য কোন ভ্যাকসিন বেশি কার্যকর, সেটি ভেবে এই ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি আরও বলেন, যাদের এনআইডি নেই, তারা সংশ্লিষ্ট অফিসে আবেদন করলে দ্রুত তা দেওয়া হবে। এ বিষয়ে এনআইডি অফিসের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের কথা হয়েছে।

চট্টগ্রামের পটিয়ায় বাইরে ভ্যাকসিন বিক্রির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

অধ্যাপক খুরশীদ বলেন, ক্যাম্পেইন সফল করতে সব মন্ত্রণালয় সহযোগিতা করবে বলে আশা করছি। প্রধানমন্ত্রীর অনুশাসন আছে, মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাদেরও সহযোগিতা আমরা পাব।

তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে। নিবন্ধনের পর যারা ভ্যাকসিন পেতে মোবাইল ফোনে এসএমএস দেরিতে পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, তাদের বিষয়টি সমাধানে আইসিটি বিভাগকে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/টিআর

প্রসূতিদের ভ্যাকসিন ভ্যাকসিন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর