Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে চুরির অপরাধে ৪ শিশুকে নির্যাতন, গ্রেফতার ২

লোকাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২১ ২০:৪৩

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় রাইফা মেটাল ইন্ডাট্রিজ থেকে চুরি করার অপরাধে ৪ শিশুকে আটকে রেখে রাতভর অমানবিক নির্যাতন ও চুল কেটে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে র‍্যাব-১০ অভিযান পরিচালনা করে নির্যাতনকারী রাইফা মেটাল ইন্ড্রাট্রিজের মালিক হাজী আব্দুল মালেক (৩৫) ও তার ছেলেকে গ্রেফতার করেছে।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় আগানগর এলাকার ওই কারখানা থেকে তাদের গ্রেফতার করা হয় এবং ভুক্তভোগী চার শিশুকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

র‍্যাব-১০ এর সিপিসি-২, কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান জানায়, সামান্য দেড় দুই হাজার টাকার নিকেল করা তামার তার চুরির অপরাধে ৭/৮ বছরের ৪ শিশুকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা সত্যি অমানবিক।

ভুক্তভোগী শিশুরা হচ্ছে মো. রানা, ইয়াসিন, হাসিব ও জাহিদ। এদের প্রত্যেকের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। এরা সবাই আগানগর এলাকায় ওই কারখানার আশেপাশের বিভিন্ন বাসায় ভাড়া থাকে। গত মঙ্গলবার রাত থেকে নির্যাতন শুরু করেছে, এর একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আমর বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করি। এসে দেখি এখনো পর্যন্ত নির্যাতন চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে নির্যাতনকারী হাজী মালেক ও তার বড় ছেলেকে গ্রেফতার করি। বাকি এক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এব্যাপারে ভুক্তভোগী এক শিশুর মা রুমা আক্তার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি শিশু নির্যাতন মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/একে

কেরানীগঞ্জ নির্যাতন শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর