সাগরে বিকল ট্রলার, ৯৯৯-এ কল পেয়ে ১৭ জনকে উদ্ধার
৪ আগস্ট ২০২১ ১৭:৫৯ | আপডেট: ৪ আগস্ট ২০২১ ১৮:০১
চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়ে তিন দিন ভাসমান অবস্থায় থাকা মাছ ধরার একটি ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।
মঙ্গলবার (৩ আগস্ট) কক্সবাজারের কুতুবদিয়া থেকে সাগরপথে আনুমানিক পাঁচ মাইল দূরে মাঝসমুদ্র থেকে নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ তাদের উদ্ধার করে নিয়ে আসে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ আগস্ট ট্রলারটি মাছ ধরার জন্য সাগরে যায়। মাঝসাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তিন দিন ধরে সেটি সাগরে ভাসছিল। ট্রলারে থাকা নাবিকসহ ১৭ জনের বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়ে। পরে ট্রলারের মাস্টার ৯৯৯-এ কল করেন।
জরুরি সেবা থেকে নৌবাহিনীকে বিষয়টি জানানোর পর সাগরে টহলে থাকা জাহাজ ‘অনুসন্ধান’ ঘটনাস্থলে যায়। ১৭ জনের সবাইকে মঙ্গলবার গভীর রাতে উদ্ধার করে নৌবাহিনীর জাহাজে তোলা হয়। বুধবার সকালে তাদের নৌবাহিনীর ঘাটে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়। সুস্থ অবস্থায় তাদের ট্রলারের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সারাবাংলা/আরডি/পিটিএম