Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাবের অভিযান: ট্রাকভর্তি ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২১ ১৬:৪২

বরিশাল: জেলার উজিরপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ট্রাকভর্তি ফেনসিডিল উদ্ধার করেছে। র‍্যাবের হাতে আটক হয়েছেন দুই জন।

বুধবার (৪ আগস্ট) র‌্যাব-৮ ইমেইলের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এদিকে, আটকদের মধ্যে রয়েছেন পাবনা জেলার রাধানগর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. আফজাল হোসেন (৪৯) এবং কাশিনাথপুর গ্রামের নিফাজ প্রামানিকের ছেলে মো. রঞ্জু হোসেন (৩৩)।

র‍্যাব জানায়, তাদের একটি টহল টিম মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে উজিরপুরের ইচলাদী টোল প্লাজা এলাকায় একটি চেকপোস্ট বসায়। ওই সময় একটি মিনি ট্রাক চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যদের দেখে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে দুই জনকে আটক করে র‌্যাব।

পরবর্তীতে ট্রাক তল্লাশি করে ৪৪৫ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

সারাবাংলা/একেএম

ফেনসিডিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর