‘ভ্যাকসিন ছাড়া বের হলে শাস্তি, এমন কোনো সিদ্ধান্ত হয়নি’
৪ আগস্ট ২০২১ ১৪:২১ | আপডেট: ৪ আগস্ট ২০২১ ১৭:১৭
ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৮ বছরের বেশি বয়সের কেউ বাইরে বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।
বুধবার (৪ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘গতকাল যে বৈঠক হয়েছে, মূলত বেশিরভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন। আমিও অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।’
তিনি বলেন, ‘সিদ্ধান্ত যেটি হয়েছে, মাস্ক পরার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। একইসাথে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে, সেটির ওপরও জোর দেওয়া হয়েছে।’
আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘যারা ১১ তারিখের পর মুভ করবে, ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের উর্ধ্বে কোন লোক, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ১৮ বছরের উর্ধ্বে কোন ব্যক্তি যদি রাস্তাঘাট, গাড়িতে, মোটরসাইকেল বা বাইসাইকেলে, টেম্পু বা বাসে বা ট্রেনে হোক, নো বডি এলাউ টু মুভ, তাদেরকে অবশ্যই ভ্যাকসিননেটেড হতে হবে।’
এ ঘটনায় সমন্বয়হীনতার অভাব ছিল কিনা-জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি কারো ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু এ ধরনের সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি।
সারাবাংলা/জেআর/এএম