Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট ২০২১ ১১:০৪ | আপডেট: ৪ আগস্ট ২০২১ ১৪:৩৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার (৩ জুলাই) কাবুলের সবচেয়ে সুরক্ষিত এলাকা ‘গ্রিন জোনের’ কাছে এই বিস্ফোরণ ঘটে। সরকারি বাসভবন ও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে এলাকাটিতে। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে বোমা হামলাটি চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। খবর আলজাজিরা।

আফগান সরকারের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রথম গাড়ি বোমার বিস্ফোরণটি ঘটে। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ও সংসদ সদস্যদের বাসভবন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী বলেন, তার এবং তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। তবে বোমা হামলায় তার কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই বলেন, প্রথম বিস্ফোরণের পর বন্দুকধারী যোদ্ধারা ওই এলাকায় প্রবেশ করেছে।

স্টানেকজাই আরও বলেন, তিনজন হামলাকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। এ ঘটনার পর অভিযানে নেমেছে পুলিশ। মন্ত্রীদের বাসা ও গেস্টহাউজের দিকে যাওয়া সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

গাড়ী বোমা বিস্ফোরণের দুই ঘণ্টারও কম সময়ে আরেকটি উচ্চ শব্দে বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে কেঁপে উঠে কাবুল। শহরের একই এলাকা বিস্ফোরণটি ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে।

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ বলেন, এ ঘটনার পর শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও হামলাকারী লুকিয়ে থাকতে পারবে— এমন সন্দেহে শহরের ঘরে ঘরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছে।

বিজ্ঞাপন

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র দস্তগীর নাজারি জানিয়েছেন, এই বোমা হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর হাসপাতালে নেওয়া হয়েছে।

শহরের জরুরি হাসপাতাল এক টুইট বার্তায় জানায়, প্রথম বোমা হামলার পর থেকে এ পর্যন্ত ছয়জন আহত রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছেন।

তবে শক্তিশালী এই বোম হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সারাবাংলা/এনএস

আফগানিস্তান কাবুল গ্রিন জোন শক্তিশালী বোমা বিস্ফোরণ

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর