Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যোগাযোগ ছিল হেলেনা জাহাঙ্গীরের

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২১ ০৮:৫১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৫:৩৭

ঢাকা: হেলেনা জাহাঙ্গীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে রিমান্ড শুনানিতে অভিযোগ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যোগাযোগ আছে তার। দেশের যে পরিস্থিতি তাতে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভবনা রয়েছে বলেও শুনানিতে উল্লেখ করা হয়।

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রিমান্ড শুনানিতে অংশ নিয়ে গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এসব অভিযোগ করেন।

বিজ্ঞাপন

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমানের আদালত হেলেনা জাহাঙ্গীরের পল্লবী থানার প্রতারণা ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় চার দিন করে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদক মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ডের আদেশ দেন। মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্লবী থানার দুই মামলায় রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে গুলশান থানার দুই মামলায় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, ‘হেলেনা জাহাঙ্গীর ফেসবুকে মন্ত্রীবর্গ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন। সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তিনি। দেশের যে পরিস্থিতি তাতে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভবনা রয়েছে। তার বক্তব্য দেশের বিরুদ্ধে। দেশের বিরুদ্ধে যারা বিদেশে বসে ষড়যন্ত্র করে তাদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।’

এরপর হেলেনা জাহাঙ্গীরের পক্ষে তার আইনজীবী শফিকুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলায় রিমান্ড তো দূরের কথা, তার জামিন পাওয়ার অধিকার আছে। মহিলা মানুষ, তিন দিনের রিমান্ডে ছিলেন। আর যিনি মামলা করেছেন তার মানহানি হয়নি। যাদের মানহানির কথা বলা হয়েছে, তারা তো মামলা করেননি। তাকে হয়রানি করার জন্য মামলা দায়ের করা হয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পৃথক রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

গত ৩০ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিন পল্লবী থানার প্রতারণার মামলায়ও হেলেনা জাহাঙ্গীরের সাত করে দিনের রিমান্ড চাওয়া হয়। এছাড়া গত ৩১ জুলাই মাদক মামলায় পাঁচ দিন এবং পল্লবী থানা টেলিযোগাযোগ নিয়ন্তন আইনের মামলায়ও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

সারাবাংলা/এআই/এনএস

টপ নিউজ রিমান্ড শুনানি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যোগাযোগ হেলেনা জাহাঙ্গীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর