Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২১ ২৩:২২ | আপডেট: ৪ আগস্ট ২০২১ ০১:১৪

ঢাকা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়া দলকে পরাজিত করায় সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অভিনন্দন জানান।

ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় লাভের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় দেশের মাটিতে এবং দ্বিপাক্ষিক সিরিজে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েই অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করেছে বাংলাদেশ। লো-স্কোরিং ম্যচটি টাইগাররা ২৩ রানে জিতে নিয়েছে।

টসে জিতে বাংলাদেশকে প্রথমেই ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। সাকিবের দলীয় সর্বোচ্চ ৩৬, নাঈমের ৩০ আর আফিফের ১৭ বলে ২৩ রানের ছোটখাটো ক্যামিও’র সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদুল্লাহ ঠান্ডা মাথায় ২০ রানের একটি ইনিংস খেলেন।

স্কোরবোর্ডে স্বল্প পুঁজি নিয়ে শুরুতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধাক্কা দেওয়ার প্রয়োজন ছিল। ইনিংসের প্রথম বলেই মেহেদি, দ্বিতীয় ওভারে নাসুম আর তৃতীয় ওভারে সাকিব ঠিক সেই কাজটিই করেছেন। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি অজিরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া দল।

টাইগারদের পক্ষে স্পিনার নাসুম নেন সর্বোচ্চ ৪ উইকেট। দুইটি করে উইকেট নেন দুই পেসার মোস্তাফিজ ও শরীফুল। বল হাতে অস্ট্রেলিয়ার ইনিংস ধসিয়ে দেওয়ার জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাসুম।

বিজ্ঞাপন

এর আগে, আইসিসি’র বিভিন্ন ইভেন্টে চারটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। তবে ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজের একটি ওয়ানডে ম্যাচে এবং ২০১৭ সালে মিরপুরে দ্বিপাক্ষিক সিরিজে একটি টেস্ট ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা।

সারাবাংলা/এনআর/এসএসএ

প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর