যৌন হয়রানিতে জড়িত নিউইয়র্ক গভর্নর
৩ আগস্ট ২০২১ ২২:৫৬ | আপডেট: ৪ আগস্ট ২০২১ ১১:৩২
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কৌমো অন্তত ১১ নারীর সঙ্গে যৌন হয়রানির ঘটনা ঘটিয়েছেন।
পাশাপাশি, তার বিরুদ্ধে ফেডারেল আইনভঙ্গেরও প্রমাণ পেয়েছে একটি স্বাধীন তদন্ত কমিটি।
মঙ্গলবার (৩ আগস্ট) ওই তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই তদন্ত প্রক্রিয়ায় বিভিন্ন নথি নিরীক্ষাসহ ১৭৯ জনের সাক্ষাৎকার নিয়েছে তদন্ত কমিটি।
তার ভিত্তিতে জানা গেছে, অঙ্গরাজ্যের অনেক নারী কর্মীকে বাজেভাবে স্পর্শ করাসহ উদ্দেশ্যপূর্ণ মন্তব্য করতেন অ্যান্ড্রিউ কৌমো।
এর আগে, নিউইয়র্কের এই গভর্নরের বিরুদ্ধে অন্তত সাত নারী লিখিতভাবে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তার প্রেক্ষিতে একটি স্বাধীন তদন্ত কমিটি কাজ করে রিপোর্ট দিয়েছে। সেখানেই কৌমো যে যৌন হয়রানির সঙ্গে জড়িত তার প্রমাণ মিলেছে।
সারাবাংলা/একেএম