Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিজাত হোটেলে থেকে বিল না দিয়ে প্রতারণা, তরুণ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২১ ২১:৩১ | আপডেট: ৩ আগস্ট ২০২১ ২১:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাঁচ তারকা র‌্যাডিসনসহ অভিজাত ‍দুই হোটেলে রাতযাপন করে বিল পরিশোধ না করে প্রতারণার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অন্যের পাসপোর্ট ও মোবাইল নম্বর ব্যবহার করে ওই তরুণ র‌্যাডিসন ব্লু হোটেল ও মোটেল সৈকতে রাতযাপন করেন। পেশাদার প্রতারক ওই তরুণ গত জানুয়ারিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ভাঙিয়ে এক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে গ্রেফতার হয়েছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (২ আগস্ট) রাতে নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে ওই তরুণকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার শিহাব উদ্দিন সিদ্দিকী রিহান (২৬) ফটিকছড়ির রোসাঙ্গিরি ইউনিয়নের তাহের উদ্দিন সিদ্দিকীর ছেলে। তাদের বাসা নগরীর অক্সিজেন আবাসিক এলাকায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সারাবাংলাকে জানান, সাইফুল ইসলাম নয়ন নামে এক ব্যক্তি থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন— তার পাসপোর্ট ও মোবাইল নম্বর ব্যবহার করে শিহাব র‌্যাডিসন হোটেল ও মোটেল সৈকতে রাতযাপন করেন। পরে সেখানে টাকা পরিশোধ না করে পালিয়ে যান। হোটেল-মোটেল কর্তৃপক্ষ টাকার জন্য নয়নকে ফোন করার পর তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি কোতোয়ালি থানায় গিয়ে মামলা করেন।

কাতার পাঠানোর কথা বলে শিহাব সাইফুলের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন জানিয়ে ওসি বলেন, ‘সাইফুল আমাদের কাছে অভিযোগ করেছেন, কাতার পাঠানোর কথা বলেন শিহাব ২০১৮ সালে তার কাছ থেকে পাসপোর্টের ফটোকপি নেন। কিন্তু কাতারে পাঠাতে পারেননি। পরে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না। গত ২৭ জুলাই নগরীর স্টেশন রোডের মোটেল সৈকত থেকে সাইফুলকে ফোন ১১ হাজার টাকা বকেয়া বিল পরিশোধ করতে বলা হয়। ২৯ জুলাই হোটেল র‌্যাডিসন ব্লু থেকেও সাইফুলকে ফোন করে ২৫ হাজার টাকা পরিশোধের কথা বলা হয়। তখন হোটেলে গিয়ে সাইফুল বুঝতে পারেন যে, তিনি শিহাবের প্রতারণার শিকার হয়েছেন।’

এর আগে ঢাকায় মাদক মামলায় গ্রেফতার এক ব্যক্তিকে জামিন পাইয়ে দেওয়ার কথা বলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ভাঙিয়ে আসামির স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন শিহাব। কোতোয়ালি থানায় ওই নারীর দায়ের করা মামলায় গত ৪ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানান ওসি নেজাম উদ্দীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

প্রতারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর