ভ্যাকসিন না নিয়ে কেউ কাজে যোগ দিতে পারবেন না
৩ আগস্ট ২০২১ ১৮:৩৭
ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট শেষ হচ্ছে। ১১ আগস্ট থেকে অফিস আদালত, শপিং মল, গণপরিবহন খুলে দেওয়ার চিন্তা করছে সরকার। তবে বাসের হেলপার, চালক, হোটেলে কাজ করা শ্রমিক সবাইকে ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন না নিয়ে কেউ কাজে যোগ দিতে পারবেন না। পাশাপাশি স্বাস্থ্যবিধির কঠোর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। কেউ এর ব্যতয় ঘটালে জরিমানা আদায়ে পুলিশকে আরও ক্ষমতা দেওয়ার চিন্তা করা হচ্ছে।
মঙ্গলবার (৩ আগস্ট) করোনাভাইরাসের সংক্রমণ রোধে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি করোনার সংক্রমণ রোধে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
মুক্তিযু্দ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘অর্থনীতির চাকা সচল রাখতে এভাবে সবকিছু বন্ধ করে বেশিদিন রাখা যাবে না। চলমান বিধিনিষেধ আরও পাঁচদিন অর্থাৎ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরই মধ্যে তৈরি পোশাক শিল্প-কারখানা খুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য কারখানাও খোলার অনুমতি পাবে। এরপর সীমিত পরিসরে গণপরিবহন এবং প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়ার চিন্তা রয়েছে। তবে তা কীভাবে, কতটুকু খোলা যাবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘দোকানপাট, গণপরিবহনসহ সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে মানুষকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কেউ মাস্ক ছাড়া বের হতে পারবেন না। শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এনফোর্স করতে পুলিশকে ক্ষমতা দেওয়া প্রয়োজন। যাতে যারা মাস্ক পরবে না তাদের জরিমানা করতে পারে। এ জন্য একটা অধ্যাদেশ দরকার হবে।’
পাশাপাশি সবাইকে ভ্যাকসিন নিতে হবে বলে উল্লেখ করেন মোজাম্মেল হক খান। তিনি বলেন, ‘১১ আগস্ট থেকে সকল কিছু খুলে যাবে হয়তো। এই সময়ের মধ্যে ১৮ বছরের উপরে সব বয়সী মানুষদের ভ্যাকসিন নিতে হবে। বাসের হেলপার, চালক, হোটেলে কাজ করা শ্রমিক সবাইকে ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন ছাড়া কেউ কাজে যোগ দিতে পারবেন না। ভ্যাকসিন না দিয়ে কেউ বলবেন দিয়েছি, তাতে কাজ হবে না। কারণ সব তথ্য ওয়েবসাইটে চলে যাবে। কেউ মিথ্যা বলতে পারবেন না। দোকানপাট খোলার আগে ৭, ৮ ও ৯ আগস্ট তিন দিন তাদের জন্য সুযোগ থাকবে। আশা করছি তারা ভ্যাকসিন নিয়ে কাজে ফিরবেন।’
সারাবাংলা/জেআর/পিটিএম