Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে ভিমরুলের কামড়ে প্রভাষকের মৃত্যু


৩ আগস্ট ২০২১ ১৭:০১

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। মৃত প্রভাষকের নাম সুভাস চন্দ্র রায় (৩৮)। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িহাট সতীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সুভাস চন্দ্র রায় সতীরপাড় এলাকার মৃত প্রসন্ন কুমার রায়ের ছেলে। তিনি চাপারহাট এস.কে ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক।

জানা গেছে, সুভাস বাড়ির পার্শ্ববর্তী লেবু বাগানে গরুর জন্য ঘাস কাটতে গেলে তাকে কামড় দেয় ভিমরুল। এ সময় ব্যথার তীব্রতায় অজ্ঞান হলে পরিবারের লোকজন তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মারা যান তিনি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাপারহাট এস.কে ডিগ্রি কলেজ ভিমরুলের কামড়ে প্রভাষকের মৃত্যু লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর