চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে কলেজছাত্রের মৃত্যু
৩ আগস্ট ২০২১ ১৬:৫৫ | আপডেট: ৩ আগস্ট ২০২১ ১৭:০৫
লালমনিরহাট: হাতীবান্ধা উপজেলায় বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হযরত আলী (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের দিঘিরটহাট এলাকায় এ ঘটনা ঘটে।
হযরত আলী উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাসাইটারী এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি স্থানীয় সরকারি আলিমুদিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, হযরত আলীসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে হাতীবান্ধা শহরে আসার পথে দিঘিরটহাট এলাকায় একটি ট্রাক অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা হযরত আলী ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্থন্তর করা হয়েছে।
সারাবাংলা/এসএসএ