Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উহানের সব নাগরিকের করোনা পরীক্ষার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক
৩ আগস্ট ২০২১ ১৬:১৭ | আপডেট: ৩ আগস্ট ২০২১ ১৭:৫৭

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের সব নাগরিকের করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা করা হবে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। সম্প্রতি শহরটিতে কিছু মানুষ করোনা পজেটিভ হওয়া এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি।

মহামারির প্রথম আঘাত সামল দেওয়ার এক বছরেরও অধিক সময় পর উহান শহরে পুনরায় সাতজন করোনা রোগী শনাক্ত করা হয়। ২০১৯ সালের শেষ দিকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক কোটি ১০ লাখ জনসংখ্যার এই শহরটি সারাবিশ্বের আলোচনায় আসে।

বিজ্ঞাপন

চীনে সম্প্রতি মাসে ব্যাপকমাত্রায় করোনার সংক্রমণ দেখা দিয়েছে। গত ১০ দিনে দেশটিতে ৩০০ জনের করোনার শনাক্ত করা হয়েছে।

চীনের ১৫টি প্রদেশে পুনরায় করোনার সংক্রমণ দেখা দিয়েছে। যার ফলে দেশটির সরকার গণহারে করোনার পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে এবং লকডাউন জারি করেছে।

আরও পড়ুন: চীনে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ

তবে পুনরায় করোনার সংক্রমণের জন্য ভাইরাসটির ডেলটা ভ্যারিয়েন্ট (ভারতীয় ভ্যারিয়েন্ট) ও দেশটির পর্যটন মৌসুমকে দায়ী করেছে চীনের সরকার।

গত মঙ্গলবার চীনে ৯০ জন ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর উহানে শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৬১ জন স্থানীয়ভাবে সংক্রমতি হয়েছিল। একদিন আগে এই সংখ্যাটি ৫৫ ছিল।

তবে করোনাভাইরাসকে নিজ সীমার মধ্যে নিয়ন্ত্রণে অনেকাংশেই সফল হয়েছে চীন।

সারাবাংলা/এনএস

উহান করোনাভাইরাস সব নাগরিকের করোনা পরীক্ষা