Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২১ ১৬:৩৪

বরিশাল: বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৪০ জন।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে বরিশাল জেলার ৩ জন, পটুয়াখালী জেলার ২ জন ও বরগুনা জেলার ২ জন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৪ জনে।

বিভাগে মোট আক্রান্ত ৩৫ হাজার ৩৬৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭১১ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৪৫ জন নিয়ে ১৪ হাজার ৬৬০ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৭৯ জন নিয়ে ৪ হাজার ৭২৫ জন, ভোলা জেলায় নতুন ১৬৫ জন নিয়ে ৪ হাজার ২২৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৬৩ জন নিয়ে ৪ হাজার ৫১৭ জন, বরগুনা জেলায় নতুন ৪৬ জন নিয়ে ৩ হাজার ৭২ জন ও ঝালকাঠি জেলায় নতুন ৪২ জন নিয়ে ৪ হাজার ১৬৪ জন রয়েছেন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল পর্যন্ত) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৫ জন ও করোনা ওয়ার্ডে ২০ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩২৭ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১২৩ জন করোনা ওয়ার্ডে ও ২০৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

২৪ ঘন্টায় করোনা আক্রান্ত করোনা বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর