Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কান্দাহারে বেসামরিক লোকদের হত্যা করছে তালেবান’

আন্তর্জাতিক ডেস্ক
৩ আগস্ট ২০২১ ১৪:১৪ | আপডেট: ৩ আগস্ট ২০২১ ১৬:৩১

আফগানিস্তানের সীমান্তের কাছে কান্দাহার শহরে তালেবান ‘বেসামরিক লোকদের হত্যা’ করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের। পাকিস্তান সীমান্তের কাছের এই শহরটি তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। দেশটির দক্ষিণ হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের পতন ঠেকাতে তালেবান যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে আফগান বাহিনী, ঠিক এমন সময়ই এ ধরনের অভিযোগ করল দেশ দুটি। খবর আলজাজিরা।

সোমবার (২ আগস্ট) পৃথক পৃথক টুইটে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দূতাবাস জানায়, প্রতিশোধমূলকভাবে তালিবানরা কয়েক ডজন বেসামরিক লোককে হত্যা করেছে। তাদের এই হত্যাকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

বিজ্ঞাপন

ওই টুইটে আরও বলা হয়, ‘তালেবান যোদ্ধাদের দ্বারা সংগঠিত এসব হত্যাকাণ্ডের জন্য সংগঠনটির নেতারা দায়ী হবেন। যদি যোদ্ধাদের আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে পরবর্তীতে সরকার গঠন করলে আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।’

কাতারের রাজধানী দোহাতে অবস্থানরত তালেবানের মধ্যস্থতাকারী দলের অন্যতম সদস্য সুহেল শাহীন বার্তা সংস্থা রয়টার্স’কে বলেছেন, ‘ভিত্তিহীন প্রতিবেদন’ ওপর নির্ভর করে টুইটগুলোতে এমন অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর দখলে তীব্র লড়াই করছে তালেবান

এর আগে আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশন জানায়, তালেবান যোদ্ধারা দেশটির স্পিন বোল্ডাক জেলায় প্রতিশোধমূলক হত্যাকাণ্ড চালাচ্ছে। এই মন্তব্যের পরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনৈতিকরা এই নিন্দা জানান।

মানবাধিকার কমিশন জানায়, ‘স্পিন বোল্ডাক জেলা দখল করার পর, তালেবানরা সাবেক এবং বর্তমান সরকারি কর্মকর্তাদের অনুসরন এবং চিহ্নিত করে। এরপর এসব ব্যক্তিদের হত্যা করেছে, যাদের এই যুদ্ধে কোনো যুদ্ধের ভূমিকা ছিল না।’ তালেবানরা অন্তত ৪০ জনকে হত্যা করেছে বলেও দাবি করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, তালেবান যোদ্ধারা অন্তত দেশটির তিনটি প্রাদেশিক রাজধানী লস্করগাহ, কান্দাহার এবং হেরাত’র পূর্ণ নিয়ন্ত্রণ নিতে আফগান সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে। এর মধ্যে তালেবানরা সর্ব প্রথম লস্করগাহ শহর দখলে নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

শহরটিতে মার্কিন ও আফগান বাহিনীর বিমান হামলা সত্ত্বেও তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে তালেবান। ইতোমধ্যে তালেবান যোদ্ধারা একটি টেলিভিশন স্টেশন দখলে নিয়েছে বলে জানা গেছে। এছাড়াও হাজার হাজার মানুষ গ্রামাঞ্চল থেকে পালিয়ে ভবনে আশ্রয় নিয়েছে।

শহরটির একটি হাসপাতাল থেকে এক চিকিৎসক বিবিসি’কে জানিয়েছেন, ‘চারিদিকে শুধু যুদ্ধ চলছে।’

২০ বছর ধরে সামরিক অভিযান পরিচালনার পর দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করায় সম্প্রতি মাসগুলোতে তালেবানরা দ্রুত অগ্রগতি অর্জন করেছে।

সারাবাংলা/এনএস

আফগানিস্তান কান্দাহার তালেবান বেসামরিক লোকদের হত্যা