এবার হেলেনাকে ৭ দিনের রিমান্ডে চাইবে পুলিশ
৩ আগস্ট ২০২১ ১২:০৪ | আপডেট: ৩ আগস্ট ২০২১ ১৩:১০
ঢাকা: বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে পল্লবী থানায় দায়েরকৃত টেলিকমিউনিকেশন অ্যাক্টের মামলায় আরও সাত দিনের রিমান্ডে চাইবে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে তোলা হবে।
এদিকে মঙ্গলবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ৩০ জুলাই গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে তিনদিনের রিমান্ডে পাঠায় আদালত। পুলিশ ওই মামলায় পাঁচদিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ওই আদেশ দেন।
গত ২৯ জুলাই রাতে গুলশানের নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকের সময় তার বাসা থেকে বিদেশি মদ পাওয়া যায়। এ ছাড়াও ক্যাসিনো সরঞ্জাম, হরিণের চামড়াও উদ্ধার করা হয় তার বাসা থেকে।
র্যাব জানায়, হেলেনা জাহাঙ্গীরের বাড়িটিতে অভিযান চালিয়ে ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকিটকি, ড্রোন, হরিণের চামড়া, বিদেশি মদ, বৈদেশিক মুদ্রা, বিশেষ ছুরি ও কাঁচি, বিদেশি বিয়ার, কার্টন ভর্তি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। এরপর তাকে র্যাব সদর দফতরে নেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর নিজেকে পরিচয় দিতেন। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
সারাবাংলা/ইউজে/এএম