Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৩.৫৬ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২১ ১১:৩৯

নোয়াখালী: জেলায় গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩.৫৬ শতাংশ। এদিন ৮৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, এখন জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ষোল হাজার ৩৩৯ জন। মোট আক্রান্তের হার ১৪.২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, হাতিয়ায় ২ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, চাটখিলে ২২ জন, সেনবাগে ২৩ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১.১৫ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, জেলা করোনা থেকে এছাড়া সুস্থ হয়েছেন দশ হাজার ১০০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১.৮২শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা বর্তমানে ছয় হাজার ৫১ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯২ জন।

সারাবাংলা/এমও

করোনা শনাক্ত নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর