এতিমখানায় রাতের খাবার খেয়ে অসুস্থ ১৮ শিশু, একজনের মৃত্যু
৩ আগস্ট ২০২১ ০৯:৩৭ | আপডেট: ৩ আগস্ট ২০২১ ১৬:২৯
নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে অবস্থিত দাউদ ইব্রাহিম নামে একটি মাদরাসা ও এতিমখানার ছাত্রছাত্রীরা রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় নুর হামিদ নিষান (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ১৭ জন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, শিশুরা রাতের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে ১৮ শিশুকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একটি শিশু মারা গেছে।
জানা গেছে, সোমবার দুপুরে এতিমখানার ছাত্রদের জন্য গরুর মাংস রান্না করা হয়। দুপুরে রান্না করা খাবার এশার নামাজের পর ছাত্রদের দেওয়া হয়। ২০টি শিশু শিক্ষার্থী প্রথম খেতে বসে। খাবার শুরু করার পর শিক্ষার্থীদের কাছে মাংস দুর্গন্ধ অনুভূত হলে তারা আর মাংস খায়নি। ভাতের সঙ্গে থেকে যাওয়া ঝোল দিয়ে খাওয়া শেষ করে।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, এক শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি প্রতিনিধি দল খাবারের নমুনা সংগ্রহ করেছে।
জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান রাতে শিক্ষার্থীদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন।
সারাবাংলা/এএম