Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করের বাইরে থাকা ৮০ হাজার কোম্পানি শনাক্ত করায় টিআইবি’র সাধুবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২১ ০০:২১ | আপডেট: ৩ আগস্ট ২০২১ ০০:৩৬

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টাস্কফোর্স কর্তৃক করের আওতার বাইরে থাকা প্রায় ৮০ হাজার কোম্পানি শনাক্ত এবং করব্যবস্থার আওতায় আনার চলমান প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (২ আগস্ট) টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এনবিআর’র এই উদ্যোগকে সাধুবাদ জানান।

একইসঙ্গে বিশাল সংখ্যক কোম্পানি এতদিন কীভাবে করব্যবস্থার আওতার বাইরে ছিল এবং এর মাধ্যমে ঠিক কী পরিমাণ কর ফাঁকির ঘটনা ঘটেছে— তা খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রক্রিয়াগত দুর্বলতা চিহ্নিত করে তা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।

ওই বিবৃতিতে ড. ইফতেখারুজ্জামান বলেন, এনবিআর’র করপোরেট কমপ্লায়েন্স নিয়ে গঠিত টাস্কফোর্সের করজালের বাইরে থাকা বিপুল পরিমাণ কোম্পানি খুঁজে বের করাই প্রমাণ করে দেশে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সুশাসনের ঘাটতি কতটা প্রকট। একটি নিবন্ধিত কোম্পানি অর্ধশতাব্দী ধরে ব্যবসা করছে অথচ কখনই কর দেয়নি। আবার মাত্র দুটি ঠিকানায় এক হাজার ৪০০ কোম্পানির নিবন্ধন বা একই ব্যক্তি ৪৬টি কোম্পানির পরিচালক, কিন্তু টিআইএন আছে মাত্র ৪টির! এসব তথ্য রূপকথার অনিয়ম ও আর্থিক অব্যবস্থাপনাকেও হার মানায়।

বিবৃতিতে আরও বলা হয়, একদিনে বা রাতারাতি এই বিপুল সংখ্যক কোম্পানি কর ফাঁকি দেওয়ার সংস্কৃতির চর্চা যেমন শুরু করেনি, তেমনি স্বল্পসময়ের ব্যবধানেও তারা এই অনৈতিক সুযোগ গ্রহণ করছে না। সংশ্লিষ্ট অনেকেরই যোগসাজশে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদেরও জবাবদিহির আওতায় আনার পাশাপাশি, এক্ষেত্রে প্রক্রিয়াগত প্রাতিষ্ঠানিক দুর্বলতা চিহ্নিত করে তা দ্রুত নিরসন করা জরুরি।

বিজ্ঞাপন

টিআইএনবিহীন কোম্পানিসমূহ সম্পর্কে টাস্কফোর্সের প্রাথমিক প্রতিবেদনে ‘দুর্নীতিতে নিমজ্জিত বেদনাক্রান্ত দেশের করুণ চিত্র ও দেশের আর্থিক খাতের সুশাসনের ঘাটতি’ শীর্ষক মন্তব্য দুটির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, এর দায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের। কেননা এক ঠিকানায় শতাধিক কোম্পানির নিবন্ধন দেওয়া হলেও তা চিহ্নিত করার ব্যবস্থা যে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর-আরজেএসসি’র নেই— সেটি যেমন স্পষ্ট, তেমনি নিবন্ধনের ক্ষেত্রে সহযোগিতাকারী একশ্রেণির ‘ল’ফার্মের দায়হীন আচরণ সমভাবে দায়ী।

তিনি আরও বলেন, ৭৮ হাজারেরও অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের টিআইএন থাকা সত্ত্বেও মাত্র ২৬ হাজারের আয়কর রিটার্ন জমা দেয়। এর মধ্যে অর্ধেক প্রতিষ্ঠানই আবার ভুয়া নিরীক্ষা প্রতিবেদন জমা দিয়ে বিপুল কর ফাঁকি দেয়। তবে বিষয় আলোচিত হলেও এসব যাচাইয়ে এনবিআর’র কার্যকর উদ্যোগের ঘাটতি ছিল এতদিন। তাই ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে এখনই কার্যকর কর্মকৌশল নির্ধারণ ও সংস্থাগুলোর মধ্যকার প্রযুক্তিগত সংযোগ ও সমন্বয় নিশ্চিত করতে হবে।

করের আওতায় আনার চলমান প্রক্রিয়ায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান যাতে হয়রানি বা হেনস্তার শিকার না হয়— সে ব্যাপারেও সচেষ্ট থাকার আহ্বান জানান টিআইবি’র এই নির্বাহী পরিচালক।

সারাবাংলা/জিএস/এনএস

৮০ হাজার কোম্পানি শনাক্ত করের বাইরে থাকা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) টিআইবি’র সাধুবাদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর