Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মডেল পিয়াসা ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১৭:১০ | আপডেট: ২ আগস্ট ২০২১ ২১:৩৫

ঢাকা: রাজধানীর বারিধারার বাসা থেকে মাদকসহ গ্রেফতার মডেল ফারিয়া মাহবুব পিয়াসার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ আগস্ট) গুলশান থানার দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পিয়াসাকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দিক। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর ডিবি উত্তরের একটি দল বারিধারার বাসা থেকে আটক করে মডেল পিয়াসাকে। তিনি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী। বছর চারেক আগে বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় সাফাতসহ তার বন্ধু-সহযোগীরা গ্রেফতার হলে ওই সময় আলোচনায় এসেছিলেন পিয়াসা।

এর আগে, রোববার রাতেই রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডে আরেক মডেল মরিয়ম আক্তারের বাসায় বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকেও বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়। রাত সোয়া ১টার দিকে মডেল মৌকে আটক করা হয় বলে জানায় ডিবি।

মৌকে আটকের পর ডিবি জানায়, পিয়াসা ও মৌ মূলত একই সংঘবদ্ধ চক্রের সদস্য। মডেলিংয়ের নামে তারা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা বা নানা সুবিধা আদায় করতেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

পিয়াসার পর আটক মডেল মৌ

ডিবির হাতে আটক মডেল পিয়াসা

মডেল পিয়াসার ১০ দিনের রিমান্ডের আবেদন

পার্টির নামে বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইল করতেন পিয়াসা-মৌ: ডিবি

সারাবাংলা/এআই/টিআর

টপ নিউজ মাহবুব ফারিয়া পিয়াসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর