Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১৭:০২

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: ফতুল্লায় রহিমা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠে‌ছে। ‌সোমবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার কাশিপুর সিকদার বাড়ি এলাকায় তার নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার মৃত আজগর আলীর স্ত্রী।

স্বজনদের বরাত দিয়ে ফতুল্লা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রকিবুজ্জামান জানান, রহিমা ঘুম থেকে উঠতে দেরি করায় তাকে ডাকডাকি করা হয়। এসময় কোনো সাড়া না পাওয়ায় রুমের সামনে গেলে দরজা খোলা পাওয়া যায়। ভেতরে ঢুকে মুখের উপর বালিশ ও কাঁথা দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বৃদ্ধার ছোট ছেলে দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি রোগে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য জমি বিক্রি করে ৪ লাখ টাকা ঘরে রাখা ছিল। বর্তমানে সে টাকাও পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সারাবাংলা/এসএসএ

নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর