Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষ ভাবে না: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১৫:৫৭

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। যে সব শ্রমিক দেশের সমৃদ্ধির জন্য অর্থনীতির চাকা সচল রাখে তাদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে।’

সোমবার (২ আগস্ট) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত বছর এপ্রিল মাসেও লকডাউনের মধ্যে তৈরি পোশাক কারখানা খুলে এমন নির্মম পরিহাস করা হয়েছিল শ্রমিকদের সঙ্গে। তখনও শ্রমিকরা পায়ে হেঁটে, অসহনীয় দুভোর্গ পোহায়ে রাজধানীতে এসেছিলো। গত বছরের লকডাউন থেকে শিক্ষা নেয়নি সংশ্লিষ্টরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের শ্রমিক শ্রেণির মানুষ। মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষই ভাবে না।’

সব ক্ষেত্রে চরম সমন্বয়হীনতা দেখা দিয়েছে উল্লেখ করে বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘মহামারি নিয়ন্ত্রণে যেখানে প্রয়োজন পরিকল্পিত লকডাউন, শুধু কথার লকডাউন নয় ও ব্যাপকহারে গণটিকা কর্মসূচি। সেখানে দেখা যাচ্ছে সকল ক্ষেত্রে চরম সমন্বয়হীনতা। সে কারণে কমছে না করোনার ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

জি এম কাদের শ্রমিক সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর