Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আইপি টিভির অনুমোদন চলতি মাসেই, মানতে হবে নীতি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১৪:৩৯ | আপডেট: ২ আগস্ট ২০২১ ২১:৩৫

ঢাকা: চলতি মাসের মধ্যেই কয়েকটি আইপি টিভির অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে নীতিমালা অনুযায়ী আইপি টিভি থেকে কোনো ধরনের সংবাদ পরিবেশন করা যাবে না।

সোমবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি।

হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে একটি আইপি টিভি বন্ধ হয়েছে, দেশে অসংখ্য আইপি টিভি আছে যেগুলোর কোন অনুমোদন নেই, সেগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। আমরা ইত্যোমধ্যেই রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছি এবং আবেদন আহ্বান করা হয়েছে। সব মিলিয়ে ৬০০ মতো আবেদন পড়েছে। আমরা খুব সহসা এ মাসের মধ্যেই অনুমোদন দেবো। যেহেতু আমরা অনুমোদন দেওয়া শুরু করিনি তাই কোনটিরই অনুমোদন নেই।’

তিনি বলেন, ‘হেলেনা জাহাঙ্গীরেরও আইপি টিভির অনুমোদন নেই। কিছু আইপি টিভির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সময় সময় ব্যবস্থা গ্রহণ করি। কিছু কিছু আইপিটিভি দেখা গেছে ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়। তারপর নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। এ ধরনের কোন অভিযোগ আমাদের নজরে আনে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করি। ইত্যোমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তবে অনুমোদন দিলেও কোনো আইপি টিভি সম্প্রচার নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারবে না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কারণ সংবাদ পরিবেশন করতে আমাদের মূলধারার টিভিগুলোও শুরুতে সংবাদ পরিবেশনের অনুমোদন পায় না। প্রথমে ৬ মাস এক বছর চালানোর পর আবার তাদের সংবাদ পরিবেশনের জন্য আবেদন করতে হয়, তখন তারা অনুমোদন পায়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশে বহু আইপিটিভি চালু আছে এবং বহু আইপিটিভি আসবে বা হবে। যে যার মতো করে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবে এটি কাম্য নয়। সুতরাং যে নীতিমালা পাশ হয়েছে সেখানে বলা হয়েছে আইপিটিভি রেজিস্ট্রেশনের অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে।’

সারাবাংলা/জেআর/এমও

অনুমোদন আইপি টিভি টপ নিউজ তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর