Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে রেলপথে আরও ২০০ টন অক্সিজেন আমদানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১৩:৩৪

সিরাজগঞ্জ: ভারত থেকে রেলপথে আরও ২০০ টন অক্সিজেন আমদানি করেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে থেমেছে।

সোমবার (২ আগস্ট) সকাল ৭টা থেকে চলছে অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস কার্যক্রম। রোববার দিবাগত রাত ২টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি চতুর্থ বারের মতো এ নিয়ে রেলপথে ভারত থেকে মোট ৮০০ টন তরল অক্সিজেন বাংলাদেশে আমদানি করলো।

খালাস শেষে ট্যাংকলরিগুলো ২০ টন করে অক্সিজেন নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশে ছেড়ে যাবে। সেখানে নেওয়ার পরে চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে।

সারাবাংলা/এমও

অক্সিজেন অক্সিজেন আমদানি ভারত রেলপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর