Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার তিন হাসপাতালে করোনা ও উপসর্গে ২৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১২:৫৫ | আপডেট: ২ আগস্ট ২০২১ ১২:৫৬

বগুড়া: জেলায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৬ জন এবং উপসর্গে ৮ জন মারা গেছেন। জেলার তিন হাসপাতালে গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

সোমবার (২ আগস্ট) সকালে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন ভার্চুয়ালি জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ার ১০ জন হলেন- আদমদীঘির মোমেনা (৬০), শাজাহানপুরের আ. আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), আদমদীঘির আকতার বানু (৮৫), সদরের জয়নুল (৭১), মতিউর (৬০), বজলার রহমান (৭৫), বাঁধন চন্দ্র (৬৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০)।

এছাড়া বগুড়ার বাইরের জেলার ৮ জন বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন। তবে বাইরের জেলার মৃত্যুর সংখ্যা যোগ না হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বগুড়ার নতুন ১০ জনসহ ৫৮২জনে দাঁড়িয়েছে।

ডেপুটি সিভিল সার্জন জানান, বগুড়ায় আবারও সংক্রমণ বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় নতুন করে আরও ১২৬ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৬.৩৫ শতাংশ। এছাড়া একইসময়ে করোনা থেকে ১৯৩ জন সুস্থতা লাভ করেছেন।

ডা. তুহিন আরও জানান, জেলায় এখন পর্যন্ত মোট ১৯ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪জন। এছাড়া জেলায় ১ হাজার ৪৮৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

সারাবাংলা/এমও

উপসর্গ করোনা করোনায় আক্রান্ত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর