Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১১:৪৮ | আপডেট: ২ আগস্ট ২০২১ ১৫:৫৬

ঢাকা: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় এবং ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন ময়মনসিংহের পাঁচজন ও নেত্রকোনার দুজন। এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ১০ জন ও জামালপুরের তিনজন, গাজীপুরের দুজন ও নেত্রকোনার একজন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫৩৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৫ জন রোগী।

তিনি আরও জানান, ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে রোববার থেকে আইসিইউ শয্যা ২০টি থেকে ২৫টিতে উন্নীত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া ইউনিটটিতে নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর