ফকিরাপুলের হোটেল রুমে কিশোরীর ঝুলন্ত মরদেহ
২ আগস্ট ২০২১ ০০:৩৭ | আপডেট: ২ আগস্ট ২০২১ ০১:০৮
ঢাকা: রাজধানীর ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেলের রুমে গলায় ওড়না পেচিয়ে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ছিল তার মরদেহ। উদ্ধারের ঘণ্টা আটেক আগে সালমা আক্তার (১৬) নামের ওই কিশোরীর হোটেলটিতে উঠেছিল একাই।
রোববার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ফকিরাপুলের আবাসিক হোটেল ‘ফাইভ স্টারে’র একটি রুমে ফ্যান থেকে ঝুলন্ত সালমার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আবাসিক হোটেলটির রেজিস্ট্রার থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে মতিঝিল থানার উপপরিদশর্ক (এসআই) মো. সৈয়দ আলী জানান, সালমার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার ডাহরি বাজার গ্রামে। বাবার নাম হাবলু মোল্লা। রোববার সকাল ৯টার দিকে একাই সে হোটেলে উঠেছিল।
এসআই সৈয়দ আলী বলেন, খবর পেয়েছে বিকেলে আবাসিক হোটেলটির ছয় তলার ৬০৪ নম্বর রুম থেকে সালমা নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না প্যাচানো ছিল। ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছিল।
সালমার মৃত্যু কীভাবে হয়েছে, সেটি ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান এসআই সৈয়দ আলী। এ বিষয়ে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে বলেও জানান।
সারাবাংলা/এসএসআর/টিআর