Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালেবান যোদ্ধাদের ঠেকাতে আফগান বাহিনীর বোমা হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
২ আগস্ট ২০২১ ০০:২৫ | আপডেট: ২ আগস্ট ২০২১ ০৮:৩৫

আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই শুরু করেছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে তালেবানের স্থানগুলোতে বোমা হামলা চালাচ্ছে তারা। দেশটির প্রধান প্রধান শহরগুলো দখলে তীব্র আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তালেবান যোদ্ধারা। তাদের ঠেকাতেই পাল্টা হামলা শুরু করে আফগান বাহিনী। খবর আলজাজিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে শত শত কমান্ডো মোতায়েন করা হয়। যদিও রোববার (১ আগস্ট) হামলার পর দক্ষিণ শহর লস্করগাহের কর্তৃপক্ষ আরও সেনা মোতায়ান করার আহ্বান জানিয়েছিল। তবে আফগান বিমান হামলায় রাস্তায় অনেক লোক মারা গেছে।

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনাবাহিনী প্রত্যাহার করার পর গত মে’র শেষ দিক থেকে আফগানিস্তানে যুদ্ধের মাত্রা বেড়ে গেছে।

দেশটির প্রত্যন্ত অঞ্চলের বড় বড় এলাকা ও প্রধান প্রধান সীমান্তঞ্চলগুলো দখলে নেওয়ার পর তালেবান যোদ্ধারা এখন প্রদেশিক রাজধানীগুলো দখল করার জন্য আক্রমণের মাত্রা বৃদ্ধি করেছে।

আরও পড়ুন: কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা

এর আগে, শনিবার (৩১ জুলাই) আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার বিমানবন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে।

বিমানবন্দর প্রধান মাসুদ পশতুন বলেন, গত শনিবার রাতে বিমানবন্দরে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এর দুটি রানওয়েতে আঘাত হানে। এ কারণে সকল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। রোববার দিন শেষে বিমানবন্দরটি চালু করার কথাও জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কান্দাহারের উপকণ্ঠে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে। সরকারি বাহিনীর লজিস্টিক সার্পোটের জন্য কান্দাহারের বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই তালেবানের হেরাত এবং লস্কর ঘাঁটি নিয়ন্ত্রণ নেওয়ার প্রেক্ষাপটে বিমানবন্দরে এ হামলা চালায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

আফগান বাহিনীর বোমা হামলা আফগানিস্তান টপ নিউজ তালেবান যোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর