ইউটিউবে নিষিদ্ধ স্কাই নিউজ
১ আগস্ট ২০২১ ২৩:৪৭ | আপডেট: ২ আগস্ট ২০২১ ০৮:১৯
করোনা মহামারি নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে এমন অভিযোগে গুগলের মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে স্কাই নিউজ অস্ট্রেলিয়ার চ্যানেল এক সপ্তাহের নিষেধাজ্ঞার মুখে পড়েছে। খবর বিবিসি।
এই নিষেধাজ্ঞা চলাকালীন ইউটিউবে কোনো নতুন কনটেন্ট আপলোড বা লাইভ ভিডিও ব্রডকাস্টিংয়ের সুযোগ হারাবে স্কাই নিউজ অস্ট্রেলিয়া।
এ ব্যাপারে গার্ডিয়ান জানিয়েছে, সুনির্দিষ্ট করে কোনো ভিডিও’র কথা উল্লেখ না করেই অসংখ্য ভিডিওতে করোনা নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে ইউটিউব কর্তৃপক্ষের দাবি।
ইউটিউব দাবি করছে, করোনার অস্তিত্বকে অস্বীকার করে এমন কন্টেন্ট প্রকাশের অনুমতি দেয় না তারা। এছাড়াও, করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন বা আইভারমেকটিন ব্যবহারে উৎসাহিত করে এমন ভিডিও প্রকাশে আপত্তি রয়েছে তাদের। স্কাই নিউজের ভিডিওগুলো তাদের সেই নীতি লঙ্ঘন করে।
এদিকে, স্কাই নিউজ অস্ট্রেলিয়া ইউটিউবের এই দাবি প্রত্যাখান করে বলেছে করোনার অস্তিত্ব অস্বীকার করে কোনো ভিডিও তারা প্রকাশ করেনি।
রুপার্ট মারডকের মালিকানাধীন নিউজ করপোরেশনের অধীনে পরিচালিত স্কাই নিউজের ইউটিউব চ্যানেলে ১.৮৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এই সাত দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পর ৯০ দিনের মধ্যে তারা ফের একই ধরনের ভিডিও প্রকাশ করলে তাদের ইউটিউব চ্যানেলটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটির মুখপাত্র।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই অস্থায়ী নিষেধাজ্ঞা গুগল থেকে স্কাই নিউজের আয়কে প্রভাবিত করবে।
এর আগে, ১২ জুলাই বর্ষীয়ান স্কাই উপস্থাপক অ্যালান জোন্স এমপি ক্রেগ কেলির সঙ্গে এ অনুষ্ঠানে দাবি করেছিলেন, যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ততটা বিপজ্জনক নয় এবং করোনা মোকাবিলায় ভ্যাকসিন কোনো কাজে আসবে না।
অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ গত সপ্তাহে জোন্সের ওই মন্তব্যকে সামনে এনে কয়েকটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছে। তারপর উদ্ভূত পরিস্থিতিতে স্কাই নিউজ তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছে।
এ ব্যাপারে স্কাই নিউজের এডিটর (ডিজিটাল) জ্যাক হাটন জানিয়েছেন, ইউটিউবের এই সিদ্ধান্ত মুক্তচিন্তার ওপর আক্রমণ।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার কোভিডনীতি নিয়ে কথা বলা যদি বন্ধ হয়ে যায় তাহলে রাজনৈতিক নেতারা অযৌক্তিক সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ হবেন।
সারাবাংলা/একেএম