Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলের ট্যাংকারে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১ আগস্ট ২০২১ ২৩:১২ | আপডেট: ১ আগস্ট ২০২১ ২৩:১৩

ইসরাইলের তেল ট্যাংকারে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। চলতি সপ্তাহের শুরুতে ওমানের উপকূলে আরব মহাসাগরে ওই জাহাজে করা হামলা করা হয়। এতে দুই ক্রু সদস্য নিহত হন। এ ঘটনার পর পরই হামলার জন্য ইরানকে দায়ী করে ইসরাইল। খবর আলজাজিরা।

রোববার (১ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগের নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলের এই ধরনের দাবি এটাই প্রথম না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তারা (ইসরাইল) যেখানেই গিয়েছে, সেখানেই নিজেদের সঙ্গে করে নিরাপত্তাহীনতা, সন্ত্রাস ও সহিংসতাকে নিয়ে গেছে। এই হামলার জন্য তারাই দায়ী— যারা এই অঞ্চলে ইসরাইলকে পা রাখতে দিয়েছে।

জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ন রাখার স্বার্থে ইরান যা কিছু প্রয়োজন সবই করবে জানিয়ে খতিবজাদেহ বলেন, প্রত্যেককে তাদের কর্মকাণ্ডের সমুচিত জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: তেলের ট্যাংকারে হামলায় নিহত ২, ইরানকে দায়ী করল ইসরাইল

প্রসঙ্গত, লন্ডনভিত্তিক কোম্পানি জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত ওই তেল ট্যাংকারের নাম দ্য এমভি মার্সার স্ট্রিট। যা গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ওমানের উপকূলে আরব সাগরে হামলার শিকার হয়। জোডিয়াক মেরিটাইম ইসরাইলের বৃহৎ জাহাজ কোম্পানি আইল ওফের’র মালিকানাধীন প্রতিষ্ঠান।

এর পরদিন গত শুক্রবার (৩০ জুলাই) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরান শুধু ইসরাইলের একার সমস্যা না। বিশ্ব এখানে চুপ থাকতে পারে না।’

সারাবাংলা/এনএস

অভিযোগ অস্বীকার ইরান ইসরাইলের ট্যাংকারে হামলা