করোনায় ২৭০ দিন বন্ধ দোকানপাট, শুক্রবার থেকে খুলে দেওয়ার দাবি
১ আগস্ট ২০২১ ১৯:৩৫ | আপডেট: ১ আগস্ট ২০২১ ২১:৪৯
ঢাকা: এখন পর্যন্ত জারি করা কঠোর বিধিনিষেধের শেষ দিন ৫ আগস্টের পর তথা আগামী শুক্রবার (৬ আগস্ট) থেকে দেশের সব দোকানপাট ও মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এসময় সমিতির নেতারা জানান, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ১৭ মাসের মধ্যে ২৭০ দিন দোকানপাট বন্ধ ছিল। এ কারণে ৯টি খাতের দোকানদারদের ৩ লাখ ৩৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
রোববার (১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির পক্ষ থেকে এসব তথ্য ও দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন।
দোকান মালিক সমিতির নেতারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে তথা হাট-বাজারে বুথ খুলে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে। সরকার প্রয়োজন মনে করলে আমরা এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি না মানলে আইনশৃঙ্খলা বাহিনীকে লাঠিচার্জ করার অনুমোদন দেওয়ারও দাবি জানাচ্ছি। প্রয়োজনে ১৫ দিন জরুরি অবস্থা ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একইসঙ্গে জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে বৈশ্বিক মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ মাসে ৯টি খাতে ৩ লাখ ৩৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতির ৫৩ লাখ ৭২ হাজার ৭১৬টি দোকানের ক্ষতির পরিমাণ ২ লাখ ৭০ হাজার কোটি টাকা। বাংলাদেশ বস্ত্র ব্যবসায়ী সমিতির দেড় লাখ দোকানের ক্ষতি ২০ হাজার ৫০০ কোটি টাকা, বাংলাদেশ টাইলস ব্যবসায়ী সমিতির ১২ হাজার দোকানের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা। বাকি ক্ষতি হয়েছে অন্য ছয়টি সমিতির।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রফিউজ্জামান, বাংলাদেশ টাইলস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বেলালসহ অন্যরা।
সারাবাংলা/ইএইচটি/টিআর