জাতীয় শোক দিবসে থাকবে গোয়েন্দা নজরদারি
১ আগস্ট ২০২১ ১৯:০০ | আপডেট: ১ আগস্ট ২০২১ ২১:৩৯
ঢাকা: পনেরো আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উদযাপন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ওই দিন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গন, বনানী কবরস্থানে পুস্পস্তবক অর্পন এবং টুঙ্গিপাড়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (১ আগস্ট) সচিবালয়ে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দেশের নিরাপত্তা বাহিনী প্রধানদের নিয়ে এক বৈঠকে এ সব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পনের আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বনানী কবরস্থান এবং টুঙ্গিপাপড়ায় শ্রদ্ধা নিবেদনের সময় পোশাকধারী নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবেন। এ সব অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।’
এছাড়া শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশ জেলা উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানস্থলে অগ্নিনির্বাপক যন্ত্রসহ প্রয়োজনীয় সংখ্যক ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং যেখানে যা প্রয়োজন ডুবুরিসহ উপস্থিত থাকবেন।
টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থলে, ধানমন্ডি বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর, বনানী কবরস্থানসহ সারাদেশব্যপী বিভিন্ন অনুষ্ঠানে র্যাবের টহল থাকবে। এদিন আয়োজিত সকল অনুষ্ঠানে গোয়েন্দা নজরদারি থাকবে। সকল অনুষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা হবে। আরও থাকবে পানি, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থারও। কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে সকল অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হয় সংবাদ ব্রিফিংয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব অনুষ্ঠানে মাস্ক পরিধান করে প্রবেশ করতে হবে।’
সারাবাংলা/জেআর/একে