Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে টানা বৃষ্টি-জোয়ারে ভেসে গেছে ১২ হাজার ঘের-পুকুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ১৭:৪৫ | আপডেট: ২ আগস্ট ২০২১ ০১:১০

বরিশাল: টানা বৃষ্টি ও প্রবল জোয়ারের পানিতে বরিশাল বিভাগে ১২ হাজার ১৪৩টি পুকুর ও ঘের ভেসে গেছে। এতে মৎস্য চাষিরা সাড়ে ২২ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন।

রোববার (১ আগস্ট) সকালে বরিশালের বিভাগীয় মৎস্য অধিদফতরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে আনিছুর রহমান তালুকদার বলেন, অতি বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে বরিশাল বিভাগের ৪টি জেলায় পুকুর ও ঘের ভেসে যাওয়ায় মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। পিরোজপুর জেলায় ৮১০টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে এক কোটি ১১ লাখ টাকা, বরগুনা জেলায় ছয় হাজার ৩৪টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে তিন কোটি ২০ লাখ টাকা, পটুয়াখালী জেলায় ৫২৩৫টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে ১৮ কোটি টাকা এবং ভোলা জেলায় ৫৫টি পুকুর ও ঘের ভেসে যাওয়ায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বরিশাল বিভাগে সব মিলিয়ে ১২ হাজার ১৪৩টি পুকুর ও ঘের ভেসে যাওয়ায় ২২ কোটি ৫২ লাখ টাকার ক্ষতি হয়েছে মৎস্য খাতে। এক্ষেত্রে পটুয়াখালীর মৎস্য চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানিয়েছেন আনিছুর রহমান তালুকদার।

এদিকে বিভাগীয় আবহাওয়া অফিস জানায়, গত মঙ্গল ও বুধবার বরগুনা জেলায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত শুক্রবার থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় ছাড়া ভারী বর্ষণে এত ক্ষতি হবে তা এ অঞ্চলের কেউ ভাবেতেও পারেনি।

সারাবাংলা/এনএস

টপ নিউজ টানা বৃষ্টি-জোয়ার বরিশাল ভেসে গেছে ১২ হাজার ঘের-পুকুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর