Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ১৭:২১ | আপডেট: ১ আগস্ট ২০২১ ১৭:৩০

চট্টগ্রাম ব্যুরো: জেলার বোয়ালখালী উপজেলায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সহায়তার অভিযোগে এক নারীকেও গ্রেফতার করা হয়।

শনিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা সদরের মীরপাড়া এলাকায় একটি বাসায় ধর্ষণের ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতার তিনজন হলো- কামাল হোসেন ওরফে ধামা কামাল (৪২), গিয়াস উদ্দিন (২৮) এবং তাদের সহায়তাকারী রোকেয়া আক্তার (৩০)।

গ্রেফতার তিনজনের মধ্যে রোকেয়া আক্তার ওই গৃহবধূর পূর্বপরিচিত বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।

ওসি আব্দুল করিম সারাবাংলাকে বলেন, ‘মামলার এজাহারে গৃহবধূ অভিযোগ করেছেন, শনিবার বিকেলে তিনি উপজেলা সদরে ওষুধ কিনতে যান। এসময় তিনি দুই হাজার টাকা ধার চেয়ে পূর্বপরিচিত রোকেয়াকে ফোন করেন। টাকার জন্য রোকেয়া তাকে মীরপাড়া এলাকায় বাসায় যেতে বলেন। রফিক নামে একজনকে তাকে নেওয়ার জন্য পাঠান। রফিকের সঙ্গে গৃহবধূ রোকেয়ার ভাড়া বাসায় গেলে তাকে একটি কক্ষে বসতে দেওয়া হয়। পরে সেখানে কামাল ও গিয়াস যান। এরপর রোকেয়ার সহায়তায় গৃহবধূকে আরেকটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে রোকেয়া রুমের বাইরে এসে ছিটকিনি লাগিয়ে চলে যায়। পরে তাকে মারধর করে কামাল ও গিয়াস ধর্ষণ করে।’

পরে গৃহবধূর চিৎকারে চিৎকার স্থানীয় এক ব্যক্তি এগিয়ে গেলে কামাল ও গিয়াস পালিয়ে যায়। পরে তিনি ওই ব্যক্তির সঙ্গে থানায় গিয়ে অভিযোগ করেন বলে ওসি জানান।

এদিকে গৃহবধূর অভিযোগের পরপরই মীরপাড়ায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও ওসি জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

গৃহবধূ গ্রেফতার দলবেঁধে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর