Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যা নাগাদ ভারী বৃষ্টিপাতের আভাস, বাড়তে পারে নদ-নদীর পানি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ১৫:১৯ | আপডেট: ১ আগস্ট ২০২১ ১৭:১২

ঢাকা: মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকলেও লঘুচাপের প্রভাব কেটে গেছে। তবে রোববার (১ আগস্ট) সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে ব্রক্ষ্মপুত্র ও যমুনার পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়ার সর্বশেষ অবস্থা অনুযায়ী, সুস্পষ্ট লঘুচাপটি এখন ভারতের বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। যে কারণে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এসময় দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে। ঢাকায় বাতাসের আদ্রতা ৮৩ শতাংশ। আর বাতাসের গতিবেগ দক্ষিণ/ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার। আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী আগামি তিনদিন পর বৃষ্টির প্রবণতা কমে আসবে।

আর লঘুচাপের প্রভাব কেটে গেলেও রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা বা অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের গত ২৯ জুলাইয়ের দেওয়া আগামী দশ দিনের পূর্বাভাস অনুযায়ী, ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি১ আগস্ট পর্যন্ত স্থিতিশীল থাকার কথা বলা হয়েছে। তবে এরপর থেকে পানি বাড়ার আশঙ্কা করা হয়েছে। আগামী সাত দিন ব্রহ্মপুত্র নদের অববাহিকায় পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। আর গঙ্গা নদীর পানি সাত দিন বাড়তি থাকবে। তবে বিপদসীমা অতিক্রমের লক্ষণ নেই। এদিকে ঢাকার চারপাশের নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

সারাবাংলা/জেআর/এসএসএ

ভারী বৃষ্টিপাতের আভাস