Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাময়িক সময়ের জন্য গণপরিবহন খুলে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ১৪:৩৫

ফাইল ছবি

ঢাকা: চলমান বিধিনিষেধে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যতটা জানি শ্রমিকদের ঢাকা ফেরার চাপের কারণে, এদেরকে ঢাকা ফিরিয়ে আনার জন্য সাময়িক ব্যবস্থা হিসেবে গণপরিবহন চালু করা হয়েছে। তবে এটা অব্যাহত থাকবে কী না তা জানি না।

সোমবার (১ আগস্ট) সচিবালয়ে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে দেশের নিরাপত্তা বাহিনী প্রধানদের নিয়ে এক বৈঠকে এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিধিনিষেধ আরও বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিধিনিষেধের সিদ্ধান্ত যেখান থেকে আসে এবং শিথিল করে এ বিষয়ে সেখানকার কর্মকর্তারাই বলতে পারবেন। আমাদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের) ওপরে দায়িত্ব ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করার। সেটা আমরা করছি।

তিনি বলেন, ভ্যাকসিন সংক্রান্ত একটি বৈঠক সম্প্রতি আমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আমরা ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিনেশন সম্প্রসারিত করব। সেটা আগামী ৭ আগস্ট থেকে ব্যবস্থা করবো। ভ্যাকসিন নিতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে সবাইকে যাওয়ার অনুরোধে করব।

এ সময় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার বিচারের অগ্রগতি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা এখন বিচারাধীন। এ প্রসঙ্গে মন্তব্য করা উচিত নয়।

সারাবাংলা/জেআর/এএম

আসাদুজ্জামান খাঁন কামাল টপ নিউজ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর