Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যক্ষ মন্টু বর্মণের সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২১ ১২:৫৭

ঢাকা: সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মন্টু চন্দ্র বর্মণের সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করেছে তার ছোট ভাই দীপক চন্দ্র বর্মন।

রোববার (১ আগস্ট) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে দীপক চন্দ্র বর্মণ প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে দীপক জানান, আমার ভাই নিখোঁজের খবর জানিয়ে ২২ জুলাই আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ২১৩১। নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ২১৩১। এ ছাড়া র‌্যাব-৪ এ বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।

দীপক অভিযোগ করে বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো সহায়তা পাচ্ছি না। তারা এ ব্যাপারে তৎপর নয়। এমনকি আমাদের পরিবারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করলে কোনো প্রকার সহযোগিতামূলক আচরণ পাওয়া যাচ্ছে না।’

দীপক চন্দ্র বর্মন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘স্কুল অ্যান্ড কলেজের সভাপতি রবিউল ইসলাম এবং পরিচালক আব্দুল মোতালেব জড়িত থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। কারণ রবিউল ইসলাম ঘটনার পর থেকে তার ফোন বন্ধ রেখেছে।’

দীপক চন্দ্র বর্মন বলেন, ‘আমার ভাই লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা বারইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গত সাত বছর ধরে ঢাকা আশুলিয়া থানার জামগড়া এলাকায় বসবাস করছেন। আগে তিনি আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন। এরপর ২০১৯ সালে আমার ভাই মন্টু চন্দ্র বর্মন ও তার তিন সহকর্মী মিলে মো. জাহিদুল ইসলামের বাসা ভাড়া নিয়ে রেসিডেন্সিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। রবিউল ইসলাম প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও আব্দুল মোতালেব পরিচালক। স্কুল প্রতিষ্ঠার পর থেকে আমার ভািই প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।’

বিজ্ঞাপন

গত ১৩ জুলাই থেকে মন্টু চন্দ্র বর্মণ নিখোঁজ রয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ প্রধানমন্ত্রী মন্টু বর্মণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর